নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব সৈয়দ মনিরুল ইসলাম উঠান বৈঠকে বক্তব্যে বলেন, শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন, আধুনিক পৌরসভা, ডিজিটাল পৌরসভায় রুপান্তরিত করতে আপনারা আমাকে একবার সুযোগ দেন। সৈয়দ পরিবারের আরেক সন্তানকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম কে আপনারা ভালোবেসে ভোট দিয়ে যেভাবে নির্বাচিত করেছেন ঠিক সেভাবে আমাকে একটি করে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।
সৈয়দ মনিরুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে শিবগঞ্জের মোড়ে মোড়ে ও প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব। ওসি পুলিশ একখানে বসে পুরো শিবগঞ্জ তদারকি করতে পারবে। ফলে চুরি, ছিনতাই, ইভটিজিং, মাদকসেবিদের আড্ডা এ সব থাকবে না। আমি চেষ্টা করব সকলের সহযোগিতা নিয়ে শিবগঞ্জকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার।
উঠান বৈঠকে মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ওয়ার্ড বাসীর বিভিন্ন দাবিদাওয়ার কথা শুনেন এবং তা পালন করার সাধ্যমত চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। শেষে দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মানুষের সাথে উঠান বৈঠক করেছেন সৈয়দ মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ আহমেদ সৌরভ, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক মো. আলী রাজ, সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ খাঁনসহ বিভিন্নস্তরের শ্রেণি-পেশার মানুষ।
শিবগঞ্জ পৌর এলাকা কে নিরাপত্তা চাদরে ঢেকে দেয়ার প্রতিশ্রুতি সৈয়দ মনিরুলের
