শিবগঞ্জে ও ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন বিদায়ী সংবর্ধনার আয়োজন করে । উপজেলা নির্বাহী অফিসার শাকিব আল রাব্বির সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাশের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এজেড এমন নূরুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) ,শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ অন্যরা।
ভোলাহাটে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অপরদিকে জেলার ভোলাহাটেও বিদায়ী জেলা প্রশাসক কে বিদায় সংবর্ধনা জানানো হয়।আমাদের ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি জানান,
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন বিদায়ী সংবর্ধনার আয়োজন করে । উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এজেড এমন নূরুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহান খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের। সাধারণ সম্পাদক ইলিয়াস আলী শাহ, উপজেলা শিক্ষা অফিসার এস এমন মিজানুর রহমান, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজিদ দানী জর্জ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ অধ্যক্ষ রহমত আলী, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখিসহ অন্যরা।
উপজেলা প্রশাসনের সংবর্ধনা প্রদানের পূর্বে জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের অন্যান্যকর্মকর্তাবৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আমের উপর জাইকার অর্থায়নে অনুষ্ঠিত আমের উপর প্রশিক্ষণের উদ্বোধন করেন।