শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রেসক্লাবের আহ্বায়ক মো. জিয়াউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক মো. ফরহাদ আলী, প্রফুল্ল কুমার রবিদাস, সাবেক সভাপতি মোহা. সফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, সদস্য তৌহিদুল আলম টিয়া, মো. নুরতাজ আলম, এম. রফিকুল ইসলাম, মো. মামুর-উর-রশিদ, মো. শরিফুল ইসলাম, মো. শাহ আলম, এইচ.এম সারওয়ার রফিক ও আশফাকুর রহমান রাসেল।
আলোচনা সভায় প্রেসক্লাবের সার্বিক বিষয়াদি, গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ট তথ্য নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য আহ্বান ও সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে শিবগঞ্জ উপজেলার প্রয়াত নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের উদ্ধোধনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পথযাত্রা শুরু হয়।
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
