শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় টিভি সিরিয়াল সিআই ডি এর আদলে ভাই-বোন খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(২৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটি শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর গ্রামের ম,নিরুল ইসলামের মেয়ে এবং শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মনিকা খাতুন(১২)
মৃত শিশুটির পিতা মনিরুল ইসলাম জানান, বাড়িতে তার মেয়ে ও ছেলে খেলতে খেলতে মেয়েটির গলায় ফাঁস লেগে গেলে ছোট শিশু সন্তান ফাঁস খোলার চেষ্টা করে।এসময় বাড়ির অন্যান্য সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করতে যাবার আগেই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃতু্র মামলা হয়েছে।