শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহদিপুরে সিএনজি ও নসিমনের মুখোমূখী সংঘর্ষে মুক্তিযোদ্ধার এক মেয়ে তুলন বেগমের মৃত্যু (৪০) হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর জাব্বার বিশ্বাসের টোলা গ্রামের মুক্তিযোদ্ধা মো. সেফাতুল্লাহ’র মেয়ে ও কয়লা দিয়াড় গ্রামের সাজেমান আলীর স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন মুক্তিযোদ্ধা সেফাতুল্লাহসহ তার ৩ আতœীয়।
আহত মুক্তিযোদ্ধা সেফাতুল্লাহ বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে মেয়ে-জামাই ও নাতিকে নিয়ে তিনি সিএনজি যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় মহদিপুর মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি নসিমন সিএনজিকে ধাক্কা দিলে তিনিসহ সবাই গুরুত্বর আহন হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুলন বেগমকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সবুজ হায়াত একজন নিহত এবং আহতদের চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা স্বীকার করেন।
শিবগঞ্জে সিএনজি-নসিমন সংঘর্ষে মুক্তিযোদ্ধার মেয়ে নিহত: আহত ৩
