শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুসলিমপুরে আগ্নেয়াস্ত্র ও হিরোইন সহ এক অস্ত্র ও মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জোহরুল ইসলাম(২৮) ।
সোমবার রাত ৮টার দিকে র্যাব এক ক্ষদে বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর থেকে ১টি বিদেশী রিভলবার,২ রাউন্ড গুলি এবং ৫১৫ গ্রাম হেরোইন সহ অস্ত্র ও মাদক চোরাকারবারী জোহরুলকে গ্রেফতার করে র্যাব।জব্দকৃত হিরোইনের আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
শিবগঞ্জে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও হিরোইন সহ গ্রেফতার ১
