সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

শিবগঞ্জে রক্তদাতাদের সংবর্ধনা দিল শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠন

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রক্তদাতাদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রী কলেজ চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মোঃ রায়হান আলীর সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা।
এতে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম ,শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ, উপ অধ্যক্ষ জোহরুল ইসলাম ফারুক ,উপজেলা এনজিও ফোরামের সভাপতি তোহিদুল আলম টিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সাইফুল ইসলাম, বিশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রজব আলী, বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক এম.ডি.মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, স্বেচ্ছায় রক্ত দান একটি মহৎ কাজ। একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদাতার অগ্রনী ভূমিকা চিরস্মরনীয়। একজন ৪০ কেজি ওজনের সুস্থ মানুষ বছরে তিনবার রক্ত দিতে পারে। তাই এ মহঃকাজে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত।
প্রসঙ্গত: এলাকার তরুণদের নিয়ে গঠিত ” শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন” রক্তদান কর্মসুচি, মাদক বিরোধী প্রচারণা ও এলাকায় অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: