শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধিতে তরুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপি শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিনিয়োগ ও ব্যবসায়ী উন্নয়ন সহায়তা কমিটির সমন্বয়ে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় উপজেলা সিনিয়র মৎস অফিসার বরুন কুমার মন্ডল, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান,সমাজ সেবা অফিসার কাঞ্চণ কুমার দাশ,চাঁপাইনবাবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসারের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন খান শামিম,উপজেলা ম্যাঙ্গো ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আহসান হাবিব সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
কর্মশালায় সফল উদ্যোক্তাদের ভিডিও বক্তব্য প্রচার ও কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় তার নিয়ে আলোচনা করা হয় এবং আমন্ত্রিত উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও উত্তোরণের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় উপজেলার বিভিন্ন নারী উদ্যোক্তা,ক্ষুদ্র ব্যবসায়ী,নতুন উদ্যোক্ত ,আমচাষী ,মঃসচাষী সহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।পাশাপাশি একজন উদ্যোক্তা কিভাবে সহজে এবং স্বল্প সুদে বিভিন্ন ব্যাংক থেকে লোন পেতে পারে এ বিষয়ে আলোচনায় অংশ নেন সোনালী,কৃষি উন্নয়ন,ইসলামী ও জনতা ব্যাংকের প্রতিনিধিত্বকারীরা।
শিবগঞ্জে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
