শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
ধর্ষণ-নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ থানার ১৮টি বিট পুলিশিংয়ের উদ্যোগে একযোগে র্যালি ও আলোচনা সভার সূচনা হয়। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) ইকবাল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাজলে রাব্বিসহ অন্যরা। বক্তারা- ধর্ষণ-নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিরও আহবান জানান তারা। বক্তারা আরও বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।
শিবগঞ্জে ধর্ষণ-নির্যাতন বিরোধী র্যালি
