নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ
খারিফ-২/২০২০-২০২১ অর্থবছরের প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে স্বল্প ও মধ্যমেয়াদী শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষি প্রশিক্ষণ হলরুমে ৪’শ কৃষকের মাঝে এসব বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা। উপসহকারী কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। পরে স্বল্প মেয়াদীর মধ্যে লাল শাক, ডাটা শাক, কলমি শাক, মুলা শাক, পুঁইশাক, পালং শাক এবং মধ্যমেয়াদীর শসা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, বরবটি, সিম ও মরিচের বীজ বিতরণ করা হয়।
শিবগঞ্জে কৃষকদের মাঝে বীজ বিতরণ
