শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
‘বৈশ্বিক মহামারীর বার্তা, প্রবীণদের সেবায় নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের পুরাতন কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পৌরসভার তৃতীয় তলায় নবনির্মিত কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তি। তাদের শ্রম ও মেধায় এ সভ্যতা এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চয়তার লক্ষ্যে সংবিধানে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত ১৫ (ঘ) অনুচ্ছেদ সংযুক্ত করেন। এরই ধারাবাহিকতায় বয়স্ক ভাতা কর্মসূচি প্রবর্তন হয়েছে। যার আওতায় বর্তমানে মাসিক ৫০০ টাকা হারে প্রান্তিক পর্যায়ে ৪৪ লাখেরও অধিক প্রবীণ নাগরিক ভাতা পাচ্ছেন। উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ডাবলুসহ অন্যরা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
