নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও কানসাট বাজারে উপজেলা প্রশাসনের ভ্রামমান আদালতের অভিযানে ৮৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান ;৩১ অক্টোবর দুপুর থেকে বিকাল পর্যন্ত বিজিবি”র সহায়তায় উপজেলা প্রশাসন যৌথ ভাবে অভিযান চালিয়ে ঐ সব ফোন জব্দ করে। এ সময় ২জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরোও জানাযন ;এরকম অভিযান চলমান থাকবে,যাতে করে দেশের উৎপাদন করা মোবাইল ফোন বেশি বাজারজাতকরণ হয়।