শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কের সত্রাজিতপুরে অজ্ঞাতনানা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নেয়ার পর ময়নাতদন্তে সদর থানা মর্গে পাঠিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুল আলম শাহ জানান,সোমবার ভোরে আঞ্চলিক সড়কের সত্রাজিতপুর ফুলতলা মোড়ে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।ধারনা করা হচ্ছে সকাল সাড়ে ৬টার দিকে দ্রুতগামী কোন যানবহনের নিচে চাপা পড়ে মারা যান অজ্ঞাত ব্যক্তি।এ ঘটনায় তার নাম পরিচয় সনাক্তকরনের চেষ্টা হলছে এবং এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
