শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১২নং পাকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ জালাল উদ্দীন মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আঃ মালেক । মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ জালাল উদ্দীন ৫৭০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস জানায়, উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় অংশগ্রহন করে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী
বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন পেয়েছেন ১৩৯৪ ভোট। বিএনপি মনোনীত আব্দুল মালেক (ধানের শীষ) ২৭১০ এবং আনারস প্রতীক নিয়ে মোছা. পারভীন বেগম (স্বতন্ত্র,আওয়ামীলীগ) পেয়েছেন ১৮৭০ ভোট।
এর আগে ৯টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ উপনির্বাচনে ১৪ হাজার ৩’শ ৭৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৬৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ১২ জন।