নিজস্ব
প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ
ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস
ইয়াবাসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত
ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্ত মানিক
গ্রামের মোছা. ডলিয়ারা বেগম ও মৃত ধুলু মন্ডলের ছেলে আমিনুল ইসলাম (২৩)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩
সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের
একবরপুর পাঁকাটোলা গ্রামের বাহাদুরের মুদিখানার দোকানের সামনে পাঁকা
রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে
আমিনুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আমিনুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার
কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি
মামলা রুজু করা হয়।