শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৬ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উম্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাংসদ ডা. শিমুল। বিশেষ অতিথি ছিলেন কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) তৌহিদুজ্জামান। এছাড়াও শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হকসহ অন্যরা। পরে কলেজ উন্নয়নে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন সাংসদ ডা. শিমুল।
শাহবাজপুর সোনামসজিদ কলেজে নতুন ভবন উদ্বোধন
