ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার (০৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তারা। এতে জানানো হয়, বর্তমানে মেডিক্যাল, ব্যবসা, কর্মসংস্থান, অ্যান্ট্রি, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ কর্মকর্তা, জাতিসংঘ কূটনীতিক ভিসাগুলোর অনুমোদিত রয়েছে।
এছাড়া অন্যান্য ভিসাগুলোও শিগগিরই চালু করা হবে বলে জানানো হয়ে বিজ্ঞপ্তিতে।