চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ডা.আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামের গ্যালারির নিচে মাদক সেবনের দায়ে র্যাব অভিযান চালিয়ে ১৪ মাদক সেবীকে গ্রেফতার করেছে।সোমবার( ১২ অক্টোবর ) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে,সদর উপজেলার পৌর এলাকার প্রান্তিক পাড়ার ইয়াকুব আলীর ছেলে মো. মোহসীন আলী (৩৮), চাঁদলাই জোড়বাগান এলাকার মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল মালেক (৬০), চরবাগডাঙ্গা কটাপাড়ার রইচ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৩৫), জিয়ানগর হুজরাপুর মহল্লার মৃত তাহের আলীর ছেলে সেলিম রেজা (৪০), পোলাডাঙ্গা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আলতাফ হোসেন (৫৫), রেহাইচর গ্রামের
আনসার আলীর ছেলে মো. আরিফ হোসেন (২৭), রেহাইচর হঠাৎ পাড়ার মৃত আব্দুল বাসেদের ছেলে সাদিকুল ইসলাম (৫৫). আজাইপুর বাগানপাড়া এলাকার মৃত ফেরদৌসের ছেলে মো. সারিউল হক (৫৫), রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার ফানুসউদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৪০), একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা (৩২), কৃষ্ণগোবিন্দপুরের মৃত নজরুল ইসলামের ছেলে আলী হোসেন (২৬) দবির উদ্দিনের ছেলে মো. সাহারুল (৩০),গোমস্তাপুর উপজেলার বৈততলা আদর্শ গ্রামের একবর আলীর ছেলে মো. সেন্টু (৫০), শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে পলাশ হোসেন (৩০)।
বেলা ৩টার দিকে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলা সদরের বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের দক্ষিণপূর্ব কোনায় গ্যালারির নিচে অভিযান পরিচালনা সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার র্যাবের একটি অভিযানিক দল। এ সময় ১০ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল, ২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম হেরোইন, কলকি ৩টি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্তা নেয়া হয়েছে।