নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব । র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার(৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে পৌর এলাকার অক্ট্রয় মোড় থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত ঐ পলাতক আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের প্রান্তিক পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে মো. নূরুল ইসলাম (৪২)।
বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অক্ট্রয় মোড়ে অবস্থান করছে। খবর পাবার পর র্যাবের একটি দলটি ঐ এলাকায় অভিযান চালিয়ে আসামী নুরুলকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।