গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হুদা খান রুবেল। সহ-সভাপতি পদে সাজ্জাদ আলী সাইকেল প্রতীক ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বি মজিবুর রহমান গোলাপ ফুল ১৫৭ ভোট । সাধারণ সম্পাদক পদে তৌহিদুজ্জামান বাবু মাছ প্রতীক ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান মুক্তা ৯৭ ভোট পায়। সদস্যরা হলেন ওয়াহিদুজ্জামান, খায়রুল ইসলাম সুমণ, দুরুল হুদা, নাজমুল হুসাইন, বিজয় কুমার চক্রবর্তী, শফিকুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সাত্তার। সদস্য মাইনুল ইসলাম মাস্টার, সাইফুল ইসলাম।
রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
