গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধি: কমিউটার ট্রেন পুণরায় চালু হওয়ায রহনপুর রেলস্টেশনে সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলার এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে রহনপুর রেলস্টেশন চত্বরে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর উন্নয়ন আন্দোলনের মুখপাত্র নাজমুল হুদা খান রুবেল। এ সময় বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা মতিউর রহমান খান মতি। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া রহনপুর-রাজশাহী রুটের কমিউটার ট্রেন পুনরায় চালু হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য গত সোমবার তিনি সচিবালয়ে রেলমন্ত্রী নুরুল হক সুজন এর সাথে দেখা করে বন্ধ থাকা কমিউটার ট্রেন পুনরায় চালুর বিষয়ে মন্ত্রীকে অনুরোধ জানালে মন্ত্রী ট্রেনটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন । ফলে বৃহস্পতিবার থেকে ট্রেনটি পুনরায় চালু হয়।
রহনপুর রেলস্টেশনে সাবেক সাংসদ জিয়াউর রহমানকে সংবর্ধনা
