গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
উপজেলার রহনপুরে সাপের কামড়ে শিমন হাঁসদা (৪৬) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। রাত ৯টার দিকে রহনপুর ইউনিয়নের নওদা মিশন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,রোববার রাত ৯টার দিকে শিমন হাঁসদাকে বাড়ি সংলগ্ন জমিতে সাপে কামর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষমুক্ত করতে ওঝা ডাকা হয় । এদিকে শিমনের অবস্থা আরো অবনতি হওয়ায দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যায়। মৃতার স্বামীর বাড়ি ভারতের মালদা জেলার বারোভিটা গ্রামে।
রহনপুরে সাপের কামড়ে আদিবাসি নারীর মৃত্যু
