নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ||চাঁপাইনবাবগঞ্জে
বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর এলাকা
থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ জামিরুল ইসলাম ওরফে জনি (২৮) কে গ্রেপ্তার করেছে
পুলিশ।
গ্রেপ্তারকৃত
ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৭ নং ওয়ার্ডের জালামাছমারি
হাজিপাড়ার মোসা. জারজিয়া ও হাইরুল ওরফে হারুর ছেলে।
সদর
মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের
ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশ জানতে পারে সীমান্তবর্তী এলাকা শিবগঞ্জ থেকে
মোটরসাইকেলে এক ব্যক্তি মাদকনিয়ে রাজশাহীর দিকে যাচ্ছে।
খবরটি
পাবার পর দ্রুত এসআই শ্রী উৎপল কুমার সরকার, এএসআই মোফাজ্জল হোসেন, আতিকুল
ইসলাম, নাহারুলসহ সঙ্গীয় ফোর্স টোলঘর এলাকায় ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল
সাড়ে ৯টার দিকে একটি পালসার মোটরসাইকেল, ৫০ বোতল ফেনসিডিলসহ জনিকে
গ্রেপ্তার করা হয়।
এ
ঘটনায় সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে শ্রী এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে একই টিম
বিপুল পরিমাণ চোলাইমদসহ ১ জনকে গ্রেপ্তার করে। –