নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১০০ ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। আজ বুধবার সদর উপজেলার তালিকাভুক্ত ভিক্ষুকের সম্ভাবনা যাচাই ও পুনর্বাসন উপলক্ষে দিনব্যাপী কর্মশালায় এ তথ্য জানানো হয়। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. তাজকির-উজ-জামান।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার, জেলা মহিলা বিষয়ক উপপরিচালক সাহিদা আক্তার, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাছির উদ্দিন, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, ব্র্যাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক মোমেনা খাতুনসহ অন্যরা।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ব্র্যাকের অন্য প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় প্রয়াসের মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি ইউনিটের কর্যক্রম নিয়ে ৪টি ডকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
কর্মশালায় জানানো হয়, জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ১০০ জন ভিক্ষুককে নির্বাচিত করে তাদের পুনর্বাসন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম তাজকির-উজ-জামান বলেন, সরকার চাই আপনারা উন্নতির দিকে এগিয়ে যান। নিজেদের উদ্যোগে গরু পালন করা, ছাগল কিংবা হাঁস-মুরগি পালন করা, বিভিন্ন ধরনের কাজ করা।
তিনি আরো জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমারা চাঁপাইনবাবগঞ্জে আপনাদের মতো এইরকম ১০০ জনকে চাই। যারা আমাদের এই সাহায্য-সহযোগিতা নিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন। আপনারা করতে পারলে, যত রকমের সহযোগিতা আপনাদের লাগবে আমরা করতে রাজি আছি। কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে।
মুজিববর্ষে এক’শ ভিক্ষক কে পুনর্বাসন
