সর্বশেষ সংবাদ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী
Large Add

মনোনয়ন দাখিলের শেষ দিনে নাচোলের ২টি ইউপিতে উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩, মেম্বার প্রার্থী-৫


নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ২টি ইউপিতে উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩, মেম্বার প্রার্থী-৫জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা রিটানিং ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ নিশ্চিত করেছেন।
বুধবার( ২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিল।মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ফতেপুর ও নেজামপুর ইউপিতে উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩ এবং মেম্বার প্রার্থী-৫জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ফতেপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। অপরদিকে বিএনপি থেকে মানোনয়ন পেয়েছেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাদির আহম্মেদ ভূলু। এটি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড,মাইনুল ইসলাম। এদিকে স্বতন্ত্র ভাবে মানোনয়ন পত্র জমা দিয়েছেন ফুরশেদপুর গ্রামের আবুল হোসেন।
অপরদিকে নেজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্যের মৃত্যুজনিত কারণে ওই ওয়ার্ডে এবার ৫জন প্রতিদন্দি প্রার্থী মনোনয়ন পত্র জামা দিয়েছেন। এরা হলেন মো. ইলিয়াস আলী, মো. এমদাদুজ্জাামন, মোসা. জনি খাতুন, মো. বুলবুল ও মো.মোয়াজ্জেম হোসেন। নির্বাচন অফিস জানায়, প্রার্থী বাছাই আগামী ২৬ সেপ্টেম্বর, প্রর্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর ও ভোট গ্রহণ আগামী ২০ অক্টোবর।
প্রসঙ্গত: ২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল হক ও নেজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আলমগী হোসেনের মৃত্যুজনিত কারণে এ দু’টি ইউনিয়নে উপ-নির্বাচনের তফশিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: