ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গাজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। শুক্রবার ৩০ অক্টোবর রাত সোয়া ১০ টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের শিকারী গ্রাম থেকে আনারুলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১ কেজি গাজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, ভোলাহাট উপজেলার পুরাতন হাসপুকুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে এরফান আলী (৩৮)। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এক কেজি গাজা তার হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ভোলাহাটে গাঁজাসহ ১ জন গ্রেফতার
