নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইয়াবা ও ফেনসিডিলসহ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের শাহিন ও মাহবুবকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া গ্রামের মো. ইউসুফ আলীর বাড়ির সামনে হতে মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করে ভোলাহাট থানা পুলিশ। এসময় সাহিন ও মাহবুবের কাছে থাকা ১৫০ পিস ইয়াবা ও ০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আফজাল হোসেনের ছেলে মো. শাহিন আলী (৩২) ও গোবরাতলা গ্রামের মো. সেতাবুর রহমানের ছেলে মো. মাহবুব আলম (৩২। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভোলাহাট থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান। তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলো।