সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

ভোলাহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটবাসির দীর্ঘদিনের প্রত্যাশাপূরণ হওয়ায় খুশী এলাকাবাসি। ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র মেডিকেল মোড়ে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারী রাস্তা দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে বিভিন্ন প্রকার ব্যবসা চালিয়ে আসছেন। এতে পথচারিদের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়। যান জোটেরকারণে হরহামেশা যাত্রী ও পথচারিদের ঝগড়ার সৃষ্টি হয়। অনেক সময় পথচারিরা দূর্ঘটনার শিকার হয়েছেন। এদিকে মেডিকেল মোড় বেদখল হওয়ায় যানবাহন চলাচলে চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে যায়। ফলে সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে মোবাইল কোর্টের মাধ্যমে মেডিকেল মোড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেন। এ অভিযোন অব্যহত থাকবে বলে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, মেডিকেলমোড়সহ উপজেলার সকল রাস্তার অবৈধ্য স্থাপনা অভিযান অব্যহত থাকবে। তিনি বলেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকারের দায়িত্ব পালন করা তার অঙ্গিকার। তিনি ভোলাহাটে খালবিলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন বলে জানান। তিনি ভোলাহাট উপজেলাকে আলোকিত ভোলাহাট তৈরীতে নিরলস কাজ করে যাবেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের এ উচ্ছেদ অভিযানকে যুগান্তকারী বলে জানিয়েছেন ভোলাহাটবাসি। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে এলাকাবাসির মধ্যে উৎসবের বন্যা বইছে। মেডিকেলমোড়ের এক ব্যবসায়ী নিলু আর্মি জানান, আমাদের ভোলাহাটবাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানায়। মেডিকেলমোড় বাজার কমিটিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বলেন, তাদেও প্রত্যাশা পূরণ হয়েছে। রাস্তাটি প্রস্থ্য হওয়ায় পথচারিদের চলাচলে কোন দূর্ভোগ হবে না। তারা বলেন, উচ্ছেদের দাবীতে এর পূর্বে প্রশাসনের সহায়তা চেয়ে লিখিত আবেদন করেও কোন ফল হয়নি। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার যোগদানের পরপর এমন উদ্যোগ নেয়ায় তাকে ধন্যবাদ জানান।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: