সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল সহ আটক-১ শিবগঞ্জে স্বাধীনতা দিবস পালিত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা চাঁপাইনবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গোমস্তাপুরে গনহত্যা দিবস উদযাপন  চাঁপাইনবাবগঞ্জে ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের চেষ্টা কালে পণ্য জব্দ : প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় বিতরন নাচোলে গণহত্যা দিবস পালিত ভোলাহাটে পুকুরে ট্রাক উল্টে আহত -৫ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
Large Add

ভারতের মহদীপুরে আটকে পড়া ট্রাক ফিরিয়ে নেয়ায় আবারো বন্ধ পেঁয়াজ আমদানী :: দাম কমলো কেজিতে ১০টাকা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের মহদীপুরে আটকে থাকা পেঁয়াজ রফতানী আবারো বন্ধ হয়ে গেছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) ৮টি ট্রাকে ২শ ১৩ মে:টন পেঁয়াজ প্রবেশ করলেও রবিবার কোন পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। উল্টো  আটকে থাকা পেয়াজের অধিকাংশ ট্রাকই ভারতের অভ্যান্তরে ফিরে যাওয়ায় বর্তমানে আটকে থাকা শতাধিক ট্রাকের বাংলাদেশে প্রবেশ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে ।
এদিকে আমদানীকৃত পেঁয়াজের এক তৃতাংশ নষ্ট হয়ে যাওয়ায় আমদানীকারকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।তবে জেলার বিভিন্ন বাজারগুলোতে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০ টাকা করে কমেছে।
বিভিন্ন বাজারগুলো তে দেখা গেছে পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা কমে এখন খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা এবং পাইকারী বাজারে ১৫ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে।
ভারতের মহদীপুর সিএ্যান্ড এফ এজেন্ট এর এক প্রতিধি নাম না প্রকাশ করার শর্তে জানান, শনিবার রাতের মধ্যে ৩ শতাধিক পেঁয়াজের ট্রাক মাহদিপুর থেকে তাদের দেশের অভ্যান্তরে ফিরিয়ে দেয়া হলেও বর্তমানে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে শতাধিক ট্রাক।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা আব্দুল আওয়াল জানান, সোনামসজিদ স্থলবন্দরে শনিবার আমদানীকৃত পেঁয়াজের গুণগত মান খারাপ হওয়ায় তারা পেঁয়াজের দাম পাচ্ছেন না। এতে করে আমদানীকারকরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে। তিনি  মহদিপুর সিএন্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভুপতি মন্ডলের উদৃতি দিয়ে জানান , ১৪ সেপ্টেম্বরের পূর্বের এলসির টেন্ডারকৃত ৮ টি ট্রাকযোগে ২১৩ মেঃ টন পেঁয়াজ বাংলাদেশে আসলেও কোন পেঁয়াজের ট্রাক রবিবার বাংলাদেশে প্রবেশ করবে না।

অন্যদিকে প্যানামা পোর্ট লিংক লিঃ এর বন্দর ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম জানান, রোববার সকাল থেকে মহদিপুর বন্দর দিয়ে অন্যান্য ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও পেঁয়াজের কোন ট্রাক প্রবেশ করেনি(বিকেল ৪টা পর্যন্ত) । ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক ভারতীয় কর্তপক্ষ ফিরিয়ে নিচ্ছে। তবে মহদিপুর বন্দরে এলসি করা ৭০-৮০ ট্রাক পেঁয়াজ আটকে আছে।যেগুলো সোমবার বাংলাদেশে প্রবেশ করতে পারে।।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: