সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল সহ আটক-১ শিবগঞ্জে স্বাধীনতা দিবস পালিত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা চাঁপাইনবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গোমস্তাপুরে গনহত্যা দিবস উদযাপন  চাঁপাইনবাবগঞ্জে ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের চেষ্টা কালে পণ্য জব্দ : প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় বিতরন নাচোলে গণহত্যা দিবস পালিত ভোলাহাটে পুকুরে ট্রাক উল্টে আহত -৫ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
Large Add

ব্যাঙ্গালোরকে হারিয়ে সিংহাসনে দিল্লি


দলে তারকার অভাব নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বড় নামের মধ্যে আছেন বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, মঈন আলীর মতো তারকারা।

কিন্তু তাতেও শ্রেয়াস আয়ারের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পেরে ওঠলো না ব্যাঙ্গালোর। ৫৯ রানের ব্যবধানে হেরেছে কোহলির দল। দিল্লির দেওয়া ১৯৭ রানের জবাবে ব্যাঙ্গালোর গুটিয়ে যায় মাত্র ৯ উইকেটে ১৩৭ রান করে।

এর আগে অপরাজিত ব্যাটসম্যান মার্কাস স্টয়নিসের ঝড়ো ফিফটিতে ৪ উইকেটে ১৯৬ রান করে দিল্লি। তার ২৬ বলে ৫৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কায়। এছাড়া দুই ওপেনার পৃথ্বী শ করেন ২৩ বলে ৪২ ও শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৩২ রান। অধিনায়ক আয়ার ১১, উইকেটরক্ষক রিষভ পান্ত ৩৭ এবং শিমরন হেটমায়ার অপরাজিত ছিলেন ১১ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আফ্রিকান পেসার কাগিসো রাবাদার বল সামলাতে হিমশিম খেতে থাকে ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা। অধিনায়ক কোহলি ছাড়া আর কেউ লড়াই চালিয়ে যেতে পারেননি। ভারতীয় অধিনায়ক করেন সর্বোচ্চ ৪৩ রান। এছাড়া ওপেনার ফিঞ্চ ১৩, ডি ভিলিয়ার্স ৯ ও মঈন আউট হোন ১১ রানে।

দিল্লির হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রাবাদা। ২ উইকেট শিকার করেছেন নর্তসে ও প্যাটেল।

এই জয়ে আইপিএলের চলতি আসরের তালিকায় ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিল্লি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে ব্যাঙ্গালোর।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: