সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  সীমান্তে কান্নাকাটির মেলার অনুমতি দেয়নি বিএসএফ পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির উদ্বোধন
Large Add

ব্যবসার প্রসার ও উন্নতির জন্য ভূমিকা রাখবে প্রযুক্তি


করোনার প্রাদুর্ভাবে প্রযুক্তির বহুমুখী ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ব্যবসার প্রসার ও উন্নতির জন্য প্রযুক্তি ও নতুন ধরনের উদ্ভাবনও বড় ভূমিকা রাখবে। গতকাল ডিজিটাল ট্রেড উইকের তৃতীয় দিনে ‘লিডারশিপ কনক্লেভ’ শীর্ষক সেশনে বক্তারা এসব কথা বলেন। মার্চেন্ট বে’র সহযোগিতায় জেসিআই বাংলাদেশের আয়োজনে এতে উপস্থিত ছিলেন টেক ইন এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আন্ডরু বেইসলি, ডেল ইএমসির ভাইস প্রেসিডেন্ট অনোথাই অয়েট্টায়াকর্ন, সেবার প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম এবং সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাড সার্চের সিইও এবং জেসিআই সেন্ট্রাল পার্ক হেলনিস্কির প্রেসিডেন্ট হেলেনা রেবেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মার্চেন্ট বের ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসনে সায়েম। টেক ইন এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইন্দোনেশিয়ার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা দুই-তৃতীয়াংশ, আর গড় বয়স ২৮ বছর। অপরদিকে চীন ও ইউএসএর জনসংখ্যার গড় বয়স ৩৮ বছর।

এর মানে হলো বিপুল পরিমাণ জনগোষ্ঠী অর্থনীতিতে অবদান রাখতে পারবে এবং ব্যবসার প্রসার ও উন্নতির ক্ষেত্রে প্রযুক্তি ও নতুন ধরনের উদ্ভাবনও বড় ভূমিকা রাখবে। উদ্ভাবন ও স্টার্টআপের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানে বেশ ভালো উল্লেখ করে তিনি আরও বলেন, জিডিপির ক্ষেত্রে বাংলাদেশের বার্ষিক জিডিপির প্রবৃদ্ধি খুবই সন্তোষজনক। এমন প্রবৃদ্ধির থাকলে সেখানে ব্যবসার অগ্রগতি অনুমিত। ডেল ইএমসির ভাইস প্রেসিডেন্ট অনোথাই অয়েট্টায়াকর্ন বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতে ব্যবসাকে টিকিয়ে রাখতে দুটি জিনিস জরুরি। একটি হলো ব্যবসাকে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে পরিচালিত করা এবং অপরটি হলো যেসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলা ব্যবহারের মাধ্যমে কীভাবে টার্গেট মার্কেটের কাছে পৌঁছানো যায় সেটা নিয়ে কাজ করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। মার্চেন্ট বের আয়োজনে সম্মেলনটি চলবে আগামী ২১ অক্টোবর। বিস্তারিত : https://merchantbay.com/digitaltrade/ events ঠিকানায়।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: