ডেস্ক
প্রতি বছরেই ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (আইএনএমএ) এর উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের সেরা ৩০ জন তরুণ সংবাদকর্মীর তালিকা প্রকাশ করেছে। এই বছরের জন্য ‘থার্টি আন্ডার থার্টি অ্যাওয়ার্ড’ এ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের আদর রহমান। তিনি দৈনিক প্রথম আলোর সাব-এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। প্রথম আলো ছাড়াও বাংলাট্রিবিউনের স্টাফ রিপোর্টার ও বণিক বার্তার বিনোদন প্রতিবেদক হিসেবে কাজ করেছেন আদর রহমান।
মাত্র ২০ বছর বয়সে সাব-এডিটর হিসেবে যোগ দেন আদর রহমান। এর দুই বছর পর ৭১তম কান চলচ্চিত্র উৎসবে সাংবাদিক হিসেবে যান তিনি। এমনকি বাংলাদেশের প্রথম নারী সাংবাদিক হিসেবে ফ্রান্সে মর্যাদাপূর্ণ ওই উৎসবে যান তিনি।
কান উৎসবে আদর রহমানের উল্লেখযোগ্য কাজ ছিল একজন শিক্ষার্থীকে নিয়ে তৈরি প্রতিবেদন। তিনি টিকিট ছাড়াই ১০০ মাইল ভ্রমণ করে ওই উৎসব দেখতে গিয়েছিলেন।