নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় মাউন্টেন ক্রিকেট একাদশকে হারিয়ে আদর্শ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।
১ নভেম্বর বিকেলে খোন্দা সেভেন স্টার ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আদনান ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়ন ছাত্র লীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নিশান আলী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. পারওয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় বিপুল সংখ্যক দর্শকও উপস্থিত ছিলো।