নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবারো বৈদ্যুতিক খুঁটিতে আছড়ে পড়ল ট্রলি। এতে করে পৌর এলাকার আওতাধীন সকল গ্রাহকরা শুক্রবার বিকেল থেকে সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। বিদ্যুৎ সরবরাহ কারী শিবগঞ্জ উপজেলার নেসকো কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আজমুল হক জানান বিকেলে গম ভর্তি একটি ট্রলি শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড় সংলগ্ন একটি ৩৩000 ভোল্টের বৈদ্যুতিক খুটিতে আছড়ে পড়লে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে। এতে করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রতিটি স্থানান্তরের জন্য কার্যক্রম শুরু করে।