সর্বশেষ সংবাদ রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ
Large Add

বাংলাদেশের কেবল অপারেটরদের স্টার গ্রুপের চ্যানেল বন্ধের হুমকি

স্টার গ্রুপের সকল চ্যানেল বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশের কেবল অপারেটররা। জাদু ভিশনের বিভিন্ন নেটওয়ার্কে বন্ধ করে দেওয়া স্টার গ্রুপের সিগন্যাল পুনঃসংযোগ না দিলে আগামী ৪ নভেম্বর থেকে এসব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেবে বলে জানিয়েছেন তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়।

আগামী ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানান কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ। সেসময় তিনি বলেন, বিভিন্ন নেটওয়ার্কে জাদু ভিশন লিমিটেডের বন্ধ করে দেওয়া স্টার গ্রুপের সিগন্যাল পুনঃসংযোগ না দিলে স্টার গ্রুপের স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ৪টি বিদেশি পে-চ্যানেল পরিবেশক রয়েছে। এর মধ্যে জাদু ভিশন লিমিটেড স্টার গ্রুপের (স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে) বাংলাদেশের পরিবেশক হিসেবে ২০১০ সাল থেকে ব্যবসা করে আসছে। গত ১০ বছর ধরে এ প্রতিষ্ঠানের সাথে নিরবচ্ছিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি।

অভিযোগ জানিয়ে তিনি বলেন, গত কয়েকমাসে ধরে জাদু ভিশনে নিয়োগকৃত দেশি ও বিদেশি কর্মচারীরা কেবল অপারেটরদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে যাচ্ছে। গত জুন নাগাদ কেবল অপারেটরদের কাছে জাদু ভিশনের সব পাওনা পরিশোধ থাকলেও এরপর থেকে নানা অজুহাতে কেবল অপারেটদের পে-চ্যানেল বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেন পারভেজ। এক-দুই মাসের ফি বকেয়া হলেই সংযোগ বন্ধ করে দিচ্ছে, যা আগে কখনও করা হত না।

তাদের বিল পে করলেও তারা নবায়ন ফির কোনো রশিদ দিচ্ছে না। ফলে বিল দেওয়ার প্রমাণও কেবল অপারেটররা পাচ্ছে না। ফলে অস্বচ্ছতা তৈরি হচ্ছে এবং সরকার রাজস্ব আয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।

কেবল অপারেটরদের দেওয়া পে-চ্যানেল নবায়ন ফির পরিশোধের বিপরীতে টাকা প্রান্তির রশিদ দেওয়া ও জাদু ভিশন লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান জাদু ডিজিটারের মাধ্যমের অবৈধ কেবল ব্যবসা পরিচালনার দ্রুত সমাধান দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: