নিজস্ব প্রতিবেদক:
এখন থেকে আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে দেশের জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা। ১২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদরে যাত্রা শুরু করেছে ফুডপ্যান্ডা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, খিরসাপাত ও আশ্বিনাসহ বিভিন্ন জাতের অতুলনীয় স্বাদের আমের উৎপাদনে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। এ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট আম বাজার বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ও বিখ্যাত খাবার মাসকলাইয়ের রুটি। যা এ এলাকার অধিকাংশ মানুষ সকালের নাস্তা হিসেবে খেয়ে থাকেন।
চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ- এর সিইও আম্বারিন রেজা বলেন, “ফুডপ্যান্ডা এখন গ্রাহকদের অন্যতম আস্থার নাম। তাদের চাহিদার কথা বিবেচনায় এনে আমরা আমাদের সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন বাংলাদেশের আমের রাজধানী খ্যাত এলাকা চাঁপাইনবাবগঞ্জে । এখন থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মানুষের পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা। একই সাথে এ সেবা চালুর মাধ্যমে ওই এলাকায় নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করছি।”
বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৪৭টি শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে।
ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.facebook.com/foodpandaBangladesh
ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। যাত্রার শুরু থেকে ফুডপ্যান্ডা ১৩ টি এশীয় ও মধ্য ইউরোপের দেশগুলিতে মোট ৩২৫ টিরও বেশি শহরে ১ লক্ষাধিক রেস্টুরেন্টের খাবার সরবরাহ করে থাকে। ফুডপ্যান্ডা বর্তমানে বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। এটি আন্তর্জাতিক ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ডেলিভারি হিরো গ্রুপের আওতাধীন। ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.foodpanda.com.bd