চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” শ্লোগাণে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও কর্মবিরতী ও প্রতিবাদী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় শহীদ সাটু হলের সামনে এক প্রতিবাদী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন-ফারিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
এ সময় ফারিয়ার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি গ্লোব ফার্মাসিউটিক্যালসের জেলা ম্যানেজার মো. নাসিরুল হকের সভাপতিত্বে কর্মবিরতী ও প্রতিবাদী মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ফারিয়ার সহসভাপতি অপসোনিন ফার্মার সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মো. শহিদুল হক, সিমকো ফার্মার ম্যানেজার মো. মোনজুরুল আলম লিটন, সাধারণ সম্পাদক এ্যালবিয়নআরএক্সের জেলা ম্যানেজার মো. জামিউল হক সোহেল প্রমুখ।
ঘন্টাব্যাপি চলা সমাবেশে বক্তারা চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রদাণ ও সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেড সমপরিমান বেতন নির্ধারণসহ পাঁচ দফা দাবী তুলে ধরেন।
মানববন্ধনে দেশের ১০০ কোম্পানীর জেলায় কর্মরত প্রায় ২৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফারিয়া’র কর্মবিরতি – মানববন্ধন অনুষ্ঠিত
