চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ১৩ সদস্য।সোমবার( ২১ সেপ্টেম্বর )সামবার দুপুরে পুলিশে সুপারের কার্যালয়ের সামনে থেকে করোনা জয়ী ১৭ পুলিশ সদস্য রওনা দেন।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম(বার) এর নির্দেশনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের প্লাজমা দানের জন্য বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা।এর আগে পুলিশ সুপার প্লাজমাদানকারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের পর শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন।
প্রসঙ্গত: জেলা পুলিশের ২০ জন সদস্য ইতোমধ্যে করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। যাদের মধ্যে ১৩ জন প্লাজমা দানের জন্য সোমবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
প্লাজমা দানের মাধ্যমে করোনা রোগীদের পাশে দাঁড়াল চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ
