সর্বশেষ সংবাদ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী
Large Add

প্রধানমন্ত্রীর অনুদানের চেক চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরণ

স্টাফ রিপোর্টার
করোনায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের চেক চাঁপাইনবাবগঞ্জের মিডিয়াকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। করোনা প্রভাবে মিডিয়াকর্মীদের আর্থিক সহায়তা হিসেবে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংবাদকর্মীদের হাতে চেকগুলো তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্ট ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা সাংবাদিকদের জন্য এই সহায়তা দেয়া হলো। গণমাধ্যমকমীদের কথা বিবেচনায় নিয়ে মিডিয়াকর্মীদের এমন সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমরান ফারুক মাসুমসহ অন্যরা। এসময় জেলা প্রশাসক বর্তমান করোনা মহামারী চলাকালিন সময়ে জেলার শ্রমিক, দুঃস্থ, অসহায়, রিক্সাচালক, সাংবাদিক, দিনমজুর, শিক্ষার্থী, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে বিভিন্ন সহায়তার বিবরণ তুলে ধরে আগামীতে করোনা মোবাবেলা, জেলার ও দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহবান জানান। জেলার ৪১জন সাংবাদিকের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তালেবুন্নবী, মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, গোলাম মোস্তফা মন্টু, মাহবুবুর রহমান মিন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা. জোনাব আলী, আলহাজ¦ মো. নাইমুল হক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক মো. আমিনুল ইসলাম (তন্ময়), আজিজুর রহমান শিশির, ডাবলু কুমার ঘোষ, নাসিম মাহমুদ, আব্দুল মালেক, মনোয়ার হোসেন জুয়েল, মো. নাদিম হোসেন, গৌড়বার্তা প্রকাশক ও সম্পাদক এ কে এস রোকন, মো. জহরুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব,মো. দোয়েলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। এসময় মিডিয়াকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত সকলেই।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: