সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে অফিস সহায়ক পরিচয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলের আসবাবপত্র চুরির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে দুই গ্রুপের দ্বন্দে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাগঞ্জে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ: গর্ত করে মাটি কাটায় বাড়িঘর ও গাছপালা হুমকির মুখে তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি রাশিয়া থেকে ব্যবসা গোটালো টয়োটা চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ইয়াবা উদ্ধার ॥ আটক এক চাঁপাইনবাবগঞ্জে ট্যাংক লরি ঢুকলো বাড়িতে আমি বাচঁতে চাই, প্লিজ আমাকে বাঁচান—সামিয়া চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল  সহ মাদক কারবারী গ্রেফতার।
Large Add

পরিবার নিয়ে বেড়াতে যাবার পথে এক বিজিবি সদস্যের স্ত্রী সহ নিহত ২ ঃ আহত ২

চাপাইনবাবগঞ্জ  প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জ – সোনামসজিদ আঞ্চলিক সড়কের টোলপ্লাজার সামনে ট্রাক চাপায় এক বিজিবি সদস্যের স্ত্রী ও তার শ্যালিকা নিহত এবং বিজিবি সদস্য ও তার শিশু সন্তান আহত হয়েছে। রবিবার বেলা ১০ টার দিকে পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে সোনামসজিদ বেড়াতে যাবার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী জেলার হাতনাবাদ এলাকার মাসফুয়া বেগম(২০) এবং নিহতের বোন সাথী খাতুন(১৫)।
আহত রজব আলী (২৯) বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জের চরবাসুদেবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ আহত বিজিবি সদস্য রজব আলীর উদৃতি দিয়ে জানান,রবিবার বেলা ১০টার দিকে তিনি তার শিশু সন্তান,স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সোনামসজিদ বেড়াতে যাচ্ছিলেন।এসময় আঞ্চলিক সড়কের টোলপ্লাজার কাছে সোনামসজিদ গামী একটি ট্রাক কে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে গতি নিয়ন্ত্রনের চেষ্টাকালে ছিটকে পড়ে গেলে তিনি ও তার সন্তান গুরুতর আহত এবং তার স্ত্রী মাসফুয়া ও শ্যালিকা সাথি খাতুন মারা যান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি পলাতক আছে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: