সর্বশেষ সংবাদ চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল সহ আটক-১ শিবগঞ্জে স্বাধীনতা দিবস পালিত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা চাঁপাইনবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গোমস্তাপুরে গনহত্যা দিবস উদযাপন  চাঁপাইনবাবগঞ্জে ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের চেষ্টা কালে পণ্য জব্দ : প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় বিতরন নাচোলে গণহত্যা দিবস পালিত ভোলাহাটে পুকুরে ট্রাক উল্টে আহত -৫ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
Large Add

নৌ-আম্বুলেন্স সার্ভিস থাকলেও ৩ ঘন্টা অপেক্ষার পর নৌকার অভাবে নদীতীরে প্রাণ গেল প্রসুতির

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
অবশেষে দুর্গম চর থেকে হাসপাতালে আসতে না পেরে নদীর ধারে ৩ ঘন্টা অপেক্ষার পর সেখানেই মারা গেলেন গর্ভবতী নারী কুলসুম।সম্প্রতি চরের মানুষের জন্য প্রধানমন্ত্রী একটি নৌ এ্যাম্বুলেন্স দেয়ার পরও সেটির সেবা থেকে বঞ্চিত হলেন তিনি।
ঘটনাটি শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে ঘটেছে। মৃত গর্ভবর্তী জাকিয়া বেগম কুলসুম (৩৬) পাঁকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কদমতলা গ্রামের সেরাজুল ইসলামের স্ত্রী। শুক্রবার বিকেল পৌণে ৪টার দিকে পদ্মা নদীর কদমতলা ঘাটে তার মৃত্যু হয়।

পাঁকা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ জানান, সাত মাসের গর্ভবর্তী ছিলেন কুলসুম। বেশ কয়েকদিন থেকে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থের মাত্রা বেড়ে যাওয়ায় শুক্রবার বেলা ১ টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে বাড়ি হতে রওনা হন কুলসুমসহ তার পরিবার। কদমতলা পদ্মা নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন তারা। নৌকার প্রহর গুনতে গুনতে বেজে যায় বিকেল পৌণে ৪টা। আর তখনই তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কর্মী আরও জানান, পদ্মা নদীতে চলাচলের জন্য জরুরী সেবার জন্য চালু করা হয় নৌ-আম্বুলেন্স। কিন্তু অশিক্ষিত হতদরিদ্র পরিবার হওয়ায় এবং তাদের বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নৌ-আম্বুলেন্স সার্ভিস নিতে পারেননি তারা।

এদিকে সাবেক ইউপি সদস্য হোসেন আলী গর্ভবর্তী কুলসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কুলসুমের স্বামী ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে এবং তাদের বাড়িতে সেসময় কোন পুরুষ মানুষও ছিলনা। তাদের সংসারে ১২ বছর ও ৫ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। এর আগেও মহিলার তিনটি সন্তান জন্মের আগেই মারা যায়। সর্বশেষ আরেকটি সন্তান পৃথিবীতে আলো দেখার আগেই যোগাযোগ সমস্যার কারনে মারা যায়।

তিনি আরও জানান, অজ্ঞতার কারনে সেবা পেতে নৌ-আম্বুলেন্সের জন্য কেউ সংশ্লিষ্টদের অবহিত করেনি।নেই কোন হটলাইন সার্ভিস। তবে চরাঞ্চলবাসীর জন্য নৌ-আম্বুলেন্স সার্ভিস পেতে হটলাইন সার্ভিস চালুর দাবি তার।

প্রসঙ্গত: চরাঞ্চলে বসবাসকারী লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে ২৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নৌ-অ্যাম্বুলেন্স স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল উদ্ধোধনের মাধ্যমে চালু করেন।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: