নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক আশরাফুল ইসলাম এর পিতা ইশাহাক আলী ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৬) বছর। শনিবার রাত সাড়ে ১১টায় বার্ধক্ক জনিত কারনে নাচোল মাস্টার পাড়ায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ আজ রবিবার মাঠপাড়ার গোরস্থানের পাশে দুপুর ২.৩০মিনিটে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৫ কন্যাসহ নাতী নাতনী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছেলে আশরাফুল ইসলাম ঢাকায় “দৈনিক আমাদের সময়” পত্রিকার যুগ্নবার্তা সম্পাদ হিসেবে কর্মরত আছেন। মুরহুমের জানাজায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড, সিরাজুল ইসলাম, সাবেক সদর ইউপি চেয়ারম্যান এম মজিদুল হক ও মৃতের ছেলে আশরাফুল ইসলাম। পরে চাঁপাইনবাবগঞ্জে’র সাবেক এমপি লতিফুর রহামন জানাজায় অংশ গ্রহন করেন।
নাচোলে সাংবাদিকের পিতার ইন্তেকাল
