নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের,পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মতিউর রহমান, কসবা ইউপি’র চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল ইউপি’র চেয়ারম্যান আব্দুস ছালাম, নেজামপুর ইউপি’র চেয়ারম্যান আমিনুল হক ও ফতেপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাট, ইলামিত্রের পূণ্যভূমি, মাদক, বাল্যবিয়ে, অবকাঠামো ও উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন, বরেন্দ্র বহুমখী উন্নয়ন কর্তৃপক্ষ নাচোল জোনের সহকারী প্রকৌশলী শাহ মো.মনজুরুল হক, নাচোল অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন খাঁন, নাচোল খ, ম, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক,নজরুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলম, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাব, নাচোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক, এনমাস টিমের সভাপতি সাকিল রেজা, রাণী ইলামিত্র সংসদের সভাপতি শ্রী বিধান সিং প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব।