নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আশংকাজনক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী ও ভুক্তোভূগিরা জানাই, সম্প্রতি নাচোল উপজেলায় গরু, অটোরিক্সা ও ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেই চলেছে। এতে করে জনমনে আতংক তৈরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের খোজালপাড়া মৃত মজিবুল হকের ছেলে শরিফুল ইসলামের গোয়াল ঘরের ঢুকে চোরেরা ৩টি গরু চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ২লক্ষ ৫০হাজার টাকা। গরুর মালিক শরিফুল ইসলাম জানান, ওইদিন সন্ধ্যায় ৩টি গরুকে গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নাই। আশেপাশে খোঁজ নিয়েও গরু পাওয়া যায়নি। এব্যাপারে নাচোল থানায় অভিযোগ দায়ের করেছি। এছাড়া ১৫সেপ্টেম্বর নাচোল পৌর এলার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনে শুকুর আলীর বাড়ী থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি হয়। শুকুর আলী জানাই, প্রতিদিনের ন্যায় রাতে অটোরিক্সা চার্জে দিয়ে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি অটো নাই। এছাড়া ১৬সেপ্টেম্বর বুধবার রাতে নেজামপুর বরেন্দ্রা গ্রামের ২নং গভীর নলকুপের অপারেটর হেমন্ত ওরাও জানাই, ২টি গভীর নলকুপ ও ইউপি সদস্য তাজ উদ্দিন ফটিকের ১টি সেমি নলকুপের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়। তাছাড়া নেজামপুর কামারজদইল গ্রামের আফতাব উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামের গোয়াল ঘর থেকে প্রায় আড়াই মাস পূর্বে আনুমানিক ৩লক্ষ টাকার মূল্যের ৪টি গরু চুরি হয়। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সংগে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরি রোধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে ।
নাচোলে চুরির হিরিক
