সর্বশেষ সংবাদ বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে লিফলেট বিলি শিবগঞ্জে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং শুরু ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী
Large Add

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আবারো অনুদান আসছে: অনুদান নিতে যা করনীয়


ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি থাকায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য আরও একদফা আর্থিক অনুদান দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এ ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের তথ্যগুলো শিক্ষা হালনাগাদ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের উপসচিব মো. কামরুল হাসানের সই করা এক নির্দেশনায় এ তথ্য উঠে এসেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইআইআইএনধারী সব শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের তথ্য ছক অনুযায়ী জরুরিভিত্তিতে হালনাগাদ করা প্রয়োজন। এ ক্ষেত্রে মাউশি’র অধীন সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের তথ্য জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে হালনাগাদ করে সংযুক্ত ছক অনুযায়ী আগামী ৫ নভেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাঠাতে হবে।নির্দেশনায় আরও বলা হয়, ছক আকারে শিক্ষক-কর্মচারীদের নামের ইংরেজি বানান জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুরূপ হতে হবে। একইসঙ্গে যে মোবাইল নম্বরটি দেওয়া হবে, সেই মোবাইল নম্বরটির সঙ্গে দেওয়া জাতীয় পরিচয়পত্রের সঙ্গেও শিক্ষক-কর্মচারীর মোবাইল নম্বরের মিল থাকতে হবে।

মাউশি বলছে, এসব তথ্য সহজ করতে এর আগে জেলাভিত্তিক তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকা অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের প্রকৃত তথ্য সংযোজন-বিয়োজনের মাধ্যমে সন্নিবেশ করে এই তালিকা হালনাগাদ ও পূর্ণাঙ্গ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি’র সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে গত আট মাস ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতনও বন্ধ রয়েছে। তাদের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এর আগে সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে। বর্তমানে দ্বিতীয় ধাপে এ অনুদানের জন্য নতুন করে তথ্য হালনাগাদ করার কাজ শুরু হলো।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদান দিতে নতুন করে তথ্য হালনাগাদ করা হচ্ছে। এর মাধ্যমে করোনা দুর্যোগে শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে সরকার।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: