স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ ঃ ধর্ষণ নিপাক যাক,নারী নিরাপত্তা রক্ষা পাক এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সপ্তম রক্ত দান সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শিবগঞ্জ কেন্দ্রিয় মসজিদ মোড়ে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসলাম উদ দৌলা, সপ্তম স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি অনিক আহমেদ, নুর আলম সবুজ ও চাঁপাই সংবাদের নির্বাহী সম্পাদক অনুপম হালদার সহ সপ্তমের সদস্যবৃন্দরা। এছাড়াও এতে একাত্ততা ঘোষণা করে সূর্যকিরণ বাংলাদেশ এর সাধারন সম্পাদক মোঃ তামিম আলি, সিহাব, ছাত্র প্রতিনিধি সাদাব,তনয়,সোহান এবং ছাত্রী প্রতিনিধি লিজা,বৃষ্টি, সাথী সহ সংগঠনটির সদস্যরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্ষকদের কঠোর শাস্তির ব্যবস্থা করার অনুরোধ করা হয়।
ধর্ষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ও ধর্ষকদের শাস্তির দাবিতে শিবগঞ্জে মানববন্ধন।
