নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আম, কাঁসা, পিতল, লাক্ষা খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের জন্য শীঘ্রই পৌরসভায় সংগ্রহশালা উদ্বোধন করা হবে।
এরই লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম কাজ শুরু করেছেন। পৌর সভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের সূধী মহল।
স্বধীনতা যুদ্ধ ও পূর্ববর্তী বা পরবর্তী কিংবা বৃটিশ যুগের কোন নিদর্শণ, ছবি, মৃৎপাত্র বা অন্য কিছু কারও বাড়ীতে থাকলে তা পৌরসভায় জমা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ।
পৌর সূত্রে জানা গেছে, সংগ্রহশালা সংক্রান্ত কয়েকবার আলোচনাও হয়েছে। সংগ্রহশালার জন্য যিনি এসব নিদর্শন জমা দিবেন তার নাম সৌজন্যে লেখা থেকে প্রদর্শন হবে।
বৃহস্পতিবার মেয়র আরও জানান, জেলার বা পৌর এলাকার ঐতিহ্য, ইতিহাস নতুন প্রজন্ম খুব সহজেই বুঝতে ও জানতে পারবে এ সংগ্রহশালা দেখে। সেদিক বিবেচনা করেই সংগ্রহশালাটি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দ্রুত সংগ্রহশালার নির্মান …. চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম
