চাঁপাইনবাবগঞ্জ
প্রতিনিধি:দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দর দিয়ে পিঁয়াজ
রপ্তানী বন্ধ করে দিয়েছে ভারত।এতে করে সোমবার নতুন করে কোন আমদানী অর্ডার
গ্রহন করেনি দেশটি।
সোনামসজিদ স্থলবন্দর সি এ্যান্ড এফ এজেন্ট
এ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মেসবাহ জানান, রবিবার আমদানী অর্ডারের
বিপরীতে ৪৪ টি ভারত থেকে পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও সোমবার
নতুন করে কোন আমদানী অর্ডার গ্রহন করেনি ভারত। ভারতে কয়েকটি স্থানে বন্যা
,পিঁয়াজ উৎপাদন হওয়া অঞ্জল তলিয়ে যাওয়া ও অতিবৃষ্টির কারনে নিজ দেশে
পিঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারত সরকার হঠাৎ করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে
ভারতীয় রপ্তানীকারকদের উদৃতি দিয়ে এ আমদানী কারক জানান।
তিনি আরও
জানান, কাষ্টমস এ্যাসিসট্যান্ট কমিশনার স্বাক্ষরিত এক আদেশে ভারতের পক্ষ
থেকে সোনামসজিদ বন্দর দিয়ে পিঁয়াজ রপ্তানী বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।