সর্বশেষ সংবাদ রামজানে পণ্যের দাম বেশি নিলে ব্যবস্থা-  ইউএনও শিবগঞ্জ  ভূমি ও গৃহহীনমুক্ত জেলা হলো  চাঁপাইনবাবগঞ্জ। রহনপুরে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন সোনামসজিদে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের স্থান জটিলতা নিরসন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের প্রেসব্রিফিং এমপিওভূক্ত বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ ডিএনসি’র অভিযান \ ৪০ কেজি গাঁজাসহ আটক-২ আর্ন্তজাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোমস্তাপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ
Large Add

তিন দলের ওয়ানডে সিরিজে নেই মাশরাফি

১১ অক্টোবর থেকে বিসিবি আয়োজিত তিন দলের ওয়ানডে সিরজে নির্বাচকমন্ডলীর ভাবনায় নেই সাবেক ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। আপাতত বিসিবি’র রাডারে থাকা ক্রিকেটারদের নিয়েই এই সিরিজ আয়োজিত হবে।দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ শেষে টাইগারদের ম্যাচ অনুশীলনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজে। দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমটি শেষ। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে আগামি সোম ও মঙ্গলবার। এরপরেই মাঠে গড়াবে তিন দলের ওয়ানডে সিরিজ। সেখানে মাশরাফি খেলবেন না কারণ, করোনাভাইরাসের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি লাল সবুজের ক্রিকেটের দিন বদলের এই দলপতি।

সংবাদমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাজক মিনহাজুল আবেদীন নান্নু।তিনি বলেছেন, ‘এখানে অনেকে অনুশীলন করছে নিয়মিত। টানা দুই মাস প্রায়। মাশরাফি তো অনুশীলনে নেই। খেলবে কেমন করে? ওর খেলা হবে না এখানে।’

তবে তিন দলের এই সিরিজ খেলতে না পারলেও নভেম্বরে অনুষ্ঠেয় কর্পোরেট টি-টোয়েন্টি লিগ তিনি খেলতে পারবেন বলে জানান নান্নু।

‘সামনে কর্পোরেট টি-টোয়েন্টি যদি হয়, সেটা তো সবার জন্যই উন্মুক্ত থাকবে। ঘরোয়া ক্রিকেটের খেলা আরও হবে। মাশরাফি যদি পারফর্ম করতে পারে, তখন আমরা দেখব।’তিন দলের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। দ্বিতীয়টি ১৩, তৃতীয়টি ১৫, চতুর্থটি ১৭, পঞ্চমটি ১৯ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। শুধু জাতীয় দলের পুলের ক্রিকেটারদের সঙ্গে এইচপির কয়েকজনসহ প্রায় ৫০ জন ক্রিকেটার অংশ নিবেন ওয়ানডে ফরম্যাটের এই সিরিজে। লিগ পর্বে প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে দুইবার মাঠে নামবে।

Add img sm
Add img sm

আরও পড়ুন

%d bloggers like this: