ঢাকা: ধানমন্ডি-৩২ নম্বরের পেছনে আহসানিয়া মিশনের পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
এখনো নিহতদের মধ্যে শরিফুল (২৫) নামে একজনের নাম জানা গেছে।
তাদের সকলের বাড়ি চাপাইনবাবগঞ্জে। নিহতরা তিনজনই নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার (ওসি) মো. ইকরাম আলী।
ওসি আরও জানান, সকালে ঝুলন্ত মাচায় দাঁড়িয়ে ব্যক্তি মালিকানাধীন ওই বহুতল ভবনের ১০তলার নির্মাণ কাজ করছিলেন তিনজন শ্রমিক। এসময় মাচাটি ভেঙে গেলে তারা তিনজনই নিচে পড়ে যান।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফুল (২৫) নামে এক শ্রমিকের। এসময় আহত হন বাকি দু’জন।
আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়।